সাগরের কাছে এসে,
মুগ্ধ নয়নে সাগরকে দেখেছি,
দেখেছি দূর দিগন্ত থেকে,
ধেয়ে আসা ক্লান্তিহীন ঊর্মিদের ।
কিভাবে ভাজে ভাজে নিয়ে আসে
যাবতীয় খুশি,
যা দুর্নিবার,
রেখে যায় পারে, পারের বিস্তৃত
বালির নরম শরীরে ।
এখানে,
ভেজা বালির চাদরে,
সায়রের সুরে সুরে,
জল পাখিরা ঘুরে বেড়ায়,
খেলা করে অভয়ে,
মানুষের কাছে কাছে - পায়ে পায়ে ।
এ দৃশ্য বড় মনোরম !
এখানে দেখেছি অগনন মানুষের উল্লাস,
দেখেছি মুগ্ধতা, চোখে এবং মুখে ।
আর এসব দেখতে দেখতে,
কখন আমার বেদনাগুলো,
লীন হলো সাগরের নীলে,
বোঝাই গেল না ।