দৃশ্য-১

শুধু এমনি এক দিনের জন‍্য হাজারবার,
গোলাপ হয়ে জন্মাতে পারি।
দিনের খুশিতে,প্রেমানন্দে উজ্জীবিত হয়ে
কথাগুলো বললো- অগনন লাল গোলাপ!

দৃশ্য-২

দিনের শেষে, ঘেন্নায় মিশে
কতো-কতো গোলাপ বলে গেল- ছিঃ
আমাদের ঢাল করে,
মানুষ বড় মিথ‍্যে বলে!