এপিট দেখা যায়,
তাও স্পষ্ট নয়-ঝাপসা বড় আবছা!
ওপিট তো দেখাই যায় না।
বলি ,এটাই নীতি-রাজনীতি, রাজনীতি!
মাথার ওপর বিধানবাবু,
হেসে বলেন- তাই নাকি,তাই নাকি!
আর ,
সিঙ্গুরের সেই তাপসী, বড়ো সাহসীনি
আজ হয়তো মনে মনে ভাবেন-
কেন যে রাজনীতি সেদিন বুঝিনি!