ভোমরার সাথে, আমায় নিয়ে
যখন পাঁচ কথা হয়।
পাঁচ কথা বলো,
তখন
শরমে মরে যাই,
লজ্জায় মরি আমি।

তোমরা আমার মালা বানাও।
খুশি হই, ভালো লাগে বড়!

তবে,
মালা যখন দোল খায়
অসৎ নেতার গলে
তখন ব‍্যথা পাই, কষ্ট হয়।

জানো কি?

তখন,
ঘেন্নায় মরি আমি।