একটা সময়ের পর
প্রতীক্ষা জানতে পারে-
বায়ুমণ্ডলের মতো তারো স্তর থাকে
আগে আর পরে।
আসছি বলে তুমি চলে গেলে,
ফিরলে না আর!
এসময়ে কতো ছবি এঁকেছি শুধু তোমার জন্য
আজকাল ছবিগুলো আমি দেখি
একান্তে-একা ঘরে।
শুরুর ছবিগুলো ভারী সুন্দর
খুশিমুখ হাসিভরা!
পরেরগুলো হাসিমুখে কান্না ঝরে পরে।