আমি কাশফুলদের বলেছি,
আমি শিউলিফুলদের বলেছি,
আমি তুলো-তুলো সাদা মেঘদের বলেছি,
বির্সজ্জন দেখতে এসে গঙ্গা ঘাটে,
দুর্গতিনাশিনী মাকে বলেছি -
এখানে শিক্ষা শেষে চাকরি নেই!
চারদিকে ছড়িয়ে শুধু নিরাশা,বড় দুঃসহ-জ্বালা
তবু,
সবাইকে হাঁটতে দেখি-স্বপ্ন নিয়ে!
তবু,
সবাইকে বাঁচাতে দেখি-আশা নিয়ে!

তাতে তোমরা না হয় একটু কিরণ দাও।