আসার পথে হঠাৎ দেখা উনিশের
আঠারোর সাথে!
মুখোমুখি হতেই শুভেচ্ছা জানিয়ে
আঠারো বললো ঊনিশকে
একটু বুঝেশুনে চলবে এদেশে।
তোমায় নিয়ে সবার প্রত্যাশা অনেক,অনেক,অনেক!
শুনে ঊনিশ বললো -চিন্তা করোনা।
সহজ,সরল উপায়-জানা তো আছে!
গালে হাত দিয়ে আঠারো
জানতে চাইলো কিন্তু কিভাবে?
কেন-তিন রাজ্যে কৃষি র্ঋণ মুকুব হোল যেভাবে!