আমার স্বপ্ন গুলো,
মিলে মিশে সৃষ্টি হলো এক ছবি।
সেই ছবি, তোমাকে দেখাতেই বললে-
এতো আমি।
দাঁড়াও, এর মধ্যে ভরেদি,
আমার সব ভালোবাসা,
যা শুধু তোমার জন্য
আর এক ফোঁটা অভিমান রাখলাম,
এটুকু আমার থাক।
এবার একে তুমি নিয়ে চলো
তোমার সেই মাটিতে-সেই ঠিকানায়,
যেখানে বয়ে যায়,
তোমার দিন,
তোমার রাত ।