তাকে এক ঝলক দেখেছিলাম,
ঝর্ণার ধারে,
এক ঝলক দেখেছিলাম,
মানুষের ভিড়ে,
এখন নিজের খেয়ালে,
একান্তে তাকে দেখতে পাই ।
তুমিতো বলেছিলে,
আমি, তুমি আর আমাদের ভালবাসা,
ছিল, আছে আর থাকবে
জন্ম জন্মান্তরে ।
তবে কি,
এই তুমি - সেই তুমি ?
আজকাল বড় ব্যস্ত আমি,
শুধু তার-ই খোঁজে ।