আমার কাঁধে হাত রেখে,
তুমি বলেছিলে -
দুঃখের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে,
দুঃখ পার করা যায়,
তারপরেও তোমার চোখে জল !
এ তোমায় মানায় না,
বরং,
দু-চোখের পাতায় এদের ধরে রাখ,
ধরে রাখ, সেই সোনালী দুপুরের জন্যে ।
সেদিন, তুমি আর আমি,
আমি আর তুমি,
কাছাকাছি বসে,
এই দিনগুলো নিয়েই ভাবব,
আর ভাবতে ভাবতে যখন
তোমার গাল বেয়ে জল নেমে আসবে,
সেদিন কিন্তু আমি চোখের জল ফেলতে
মানাও করব না আর মুছেও দেব না,
বরং,
চোখের কোণে এক বিন্দু জল রেখে,
তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব ।