দিনের শেষে,
সন্ধ্যেবেলায়,
সব পাখিরা নীড়ে ফেরে ।
কিন্তু,
দিনের শেষে,
সন্ধ্যেবেলায়,
সব মানুষ ঘরে ফেরে না !

কেউ কেউ বাড়ী ফেরে,
কেউ আসে ঘরে ।