বাল্মীকি মহামুণি, মহান কবি,
তবু,
রত্নাকরের আগে দস্যু,
দিতে কেউ ভোলে কি?
ভোলে না,
কেননা,
ভুল ফুল নয়,
ভুলের মাসুল থাকে
- যা দিতে হয় ।

পাহাড়ের বুক চিড়ে,
পাথরের বুক বেয়ে
নেমে আসে,
মনোরম ঝর্নার ধারা ।
তবু,
পাষাণ হৃদয়,
বলতে কেউ ছাড়ে কি ?