রাতের শেষ থাকে,
থাকে পাখিদের গান,
জীবনের গান,
যাঁরা শোনায়,
তাঁরা....
নিশা - অন্ধকারে,
যাঁরা মশাল হয়ে জ্বলে,
অন্যায় - অবিচারে,
যাঁরা সূর্য হয়ে জ্বলে,
তাঁরা....
যাঁরা আনে,
সোনালী রোদ,
শিশুর হাসি,
খুশীর মেলা,
তাঁরা....
শুধু তাঁরাই থাকে,
মানুষের মনে আর প্রাণে,
আজ - কাল - পরশুর,
গল্প আর গানে ।