আকাশ ছাড়িয়ে যাঁর ব্যাপ্তি,
এবং ব্যাপ্তি যাঁর স্বর্গ ছাড়িয়ে,
সে - মা ।
আর মা জেগে থাকে ।

সাত সমুদ্র এবং তের নদীর পার দেখেছি,
সীমাহীন যাঁর ছায়ায় ঘুমোই, বড় হই,
পথ হাঁটি, কত নিশ্চিন্তে,
সে - মা ।

আর,
মা - এক মন্ত্র, শুধু উচ্চারণে
থাকে কত শান্তি -
প্রাণের এবং মনের ।