ঘৃণা এক শয়তান,
সে মাটিতে বালি ছড়িয়ে
মরুভূমি বানাতে পারে ।

কিন্তু,
মেঘ হতে পারে কি ?
মেঘ হওয়া সহজ নয় !

আর ভালোবাসা,
মরুভূমির আকাশে এক টুকরো
মেঘ এঁকে,
দিতে পারে
জল, প্রাণ, সবুজ বনজ ।