প্রলয় শেষে - ১
প্রলয় শেষে,
আকাশে থাকে - হাহুতাশ,
বাতাসে থাকে - হাহাকার,
থাকে, স্বজন হারানো ব্যথা ।
করুন নিরবতা,
আর থাকে,
কিছু আশা - কিছু সুর,
যার আলোয়,
চরাচর নতুন করে সাজে,
যার তালে,
জীবন নতুন ছন্দে বাজে ।
প্রলয় শেষে - ২
ছেলেটাকে দেখা যায়
নদীর পারে,
মানুষের ভিড়ে,
কখনও পাহাড়ের ধারে,
তবু,
আজকাল তার নদী দেখা হয় না !
সময়ের অাঙ্গুল ধরে
চলতে - চলতে,
তার দেখা হয় না,
এই বন আর বনানী ঘেরা পাহাড় !
প্রলয় শেষে - ৩
ইদানীং তার মনে হয়,
এই পাহাড়, এই বন,
এই নদী,
তার চোখে আর চোখ
রাখতে পারে না ।
তবে কি,
অপরাধ বোধ সবাইকে
কুড়ে-কুড়ে খায় !
আজকাল
এই বন,
এই নদী,
এই পাহাড়কে
বড় মায়াবী মনে হয় ।