দুঃখের ভেতরে একটা দুঃখ থাকে,
সুখের ভেতরে সুখ ।
কিছু দুঃখ সূক্ষ্ম হয়ে মিশে থাকে,
কিছু সুখে এবং কিছু দুঃখে ।
তবে কি জীবনে দুঃখের পরিমান
কিছু বেশি ?
এই শাশ্বত আবর্ত আর পথ চলা,
এত ভ্রমন, পরিক্রমণ অবিরাম অবিরত
পা ফেলা, পথ চলা - কখন সন্তর্পনে,
কখন অনিয়ত ।