ঘৃণাকে নির্বল ভেবো না,
সে মানুষকে কাঁদাতে পারে ।
তবে,
অগনন সমব্যথীর চোখে দেখো,
ভালোবাসা কেমন অশ্রু হয়ে ঝরে !
তাই,
হোক না ঘৃণার অন্ত,
থাক  শুধু ভালোবাসা,
হয়ে  অসীম- অনন্ত ।