শীতের পাতা ঝরা গাছ
বলেছিল - দুঃখ ভাল বন্ধু,
ঠিক সুখের মতন
ঘোর বর্ষায়, পাহাড়ী এক নদীর উচ্ছ্বাস দেখেছি
বলেছিল - সুখ ভাল বন্ধু,
ঠিক দুঃখের মতন
অবাক লাগে, ভালও লাগে
তাও উদাস কেন মন !
হয়তো,
সুখ দুঃখ এক জীবনের কথামালা
কত বর্ণময় - সম্পূর্ণ জীবন ।