দুঃখ গাঢ় হলে,
নীল কুয়াশায় লীন হয়
চোখ - মুখ - ফুসফুস

আবছা চোখে ঝাপসা দেখায়
কাছাকাছি - আশেপাশের সবকিছু

জানিনা কেন,
এসময়ে,
অনেক কাছের মানুষও কাছে থাকে না ।