স্বর্গলাভ !
তার অনেক আগে,
মৃত্যু অনিবার্য
ধার্য এই প্রথা
ভাঙ্গতে পারে মানুষ
শুধু মানুষকে ভালবেসে ।

কেন এত মৃত্যুভয় !
তা নিশ্চয়
তবু অমরত্ব হাসিল করে,
মানুষ
শুধু মানুষকে ভালবেসে ।