স্মৃতি কি সতত সুখের !
তবু,
তোমার গভীরে যেতে বড় সাধ হয়
থাক না,
বিষাদের ছায়া - চোখ ছলছল
কিংবা
তৃপ্তির পরশ - গাল বেয়ে জল
সুখ ছবি
বা
অসুখের অাঁচ
স্মৃতি তোমাকে,
লালনে, লালায়িত হতে লোভ হয় ।