এত  ঘৃণা, এত বিভেদ,
কেন এত হানাহানি
কেন এত আঘাত দেহে
এবং মনে

মানুষ কিণ্তু মানুষকে,
ব্ড় ভ্য় পায়

অথ্চ,
সব মানুষের বৃত্তে থাকে,
মানুষ আর মানুষের মুখ
মানুষ ছাড়া মানুষ,
ভাবা যায়!

সত্যি বলতে,
এক পা চ্লাও বড় দায়