মা বলত,
সাবধানে যাস
সাবধানে থাকিস
নিতান্ত শৈশবে বুঝতাম
মা ভালবাসে, স্নেহ করে,
মায়েরা বলে,
আমি ঘাড় নাড়তাম
এখন বুঝি,
শুধু লোকালয়ে নয়
শুধু রাজপথে নয়
বনে এবং বাদাড়ে নয়
সাজাণো বাগানে সামলে চ্লতে হ্য়,
খুব সাবধানে
কেননা,
ভালবাসা আর ঘৃণা
ওখাণেও আছে।