নীরবতা কোথায় থাকে,
কোথায় আছে,
চাঁদের দেশে?
তারও নীরবতা ভাঙ্গে, জ্যোৎস্নার আলো।
আকাশ তো নীরবে থাকতে চায়!
কিন্তু পারে না
সেখানেও মিটি মিটি হাসে তারারা।
ঝি ঝি পোকার ডাক,
নীরবতা ভাঙ্গে অরণ্যের।
আমি তো স্বপ্নে বিভোর থাকি!
সেখানেও তুমি আসো।
জন্মে নীরবতা নেই,
তা সবাই জানে।
কিন্তু মৃত্যুতে?
নীরবতা মৃত্যুতেও নেই
তাইতো,
স্বজনের শোকে আমরা দুমিনিট
নীরবতা পালন করি।
দাঁড়িয়ে,হাতের উপর হাত রেখে,
মাথা নিচু করে
আর এই সময়ে সহস্রবার হু হু করে বুক।
কেন যেন মনে হয়
নীরবতা যেন কেমন কেমন!
আসলে নীরবের মধ্যেও নীরবতা থাকে না!