নেশা নয়তো কি
সাগরে যাওয়া বারে-বারে!
কিন্তু মাতাল তো হই,
জল তরঙ্গে ঢেউয়ে ঢেউয়ে।
নেশা নয়তো কি
বনে যাওয়া বারে-বারে!
কিন্তু মাতাল তো হই,
বনজ ঘ্রাণে হারিয়ে গিয়ে।
নেশা নয়তো কি
চাঁদকে দেখা বারে-বারে!
কিন্তু মাতাল তো হই,
জ্যোৎস্না আলোয় ভিজে গিয়ে।
ফিরে আসা তোমার কাছে
চরম নেশা!
কিন্তু মাতাল তো হই,
কাজল চোখে ডুবে গিয়ে।