এখানে মানুষ সন্ত্রস্ত
আতঙ্কিত চোখগুলো বলছে-বুলবুল আসছে!
এখানে মানুষ ভীত
ভয়ে ভয়ে বলাবলি-বুলবুল আসছে!
তারপর,
কতো বন, কতো জঙ্গল, কতো শত
ঘর-গৃহস্তি উজাড় হোল,
বুলবুল এসে চলেও গেল-
তবু নামে বিভ্রাট তাই
অনেক প্রশ্ন অনেকের-কে এই বুলবুল?
তবে,
আজ তাকে সবাই জানে
চেনার পর সবাই মানে
নামে কিবা থাকে কিবা রাখে
কি আসে কি যায়?
অসঙ্গত ভাবনা ,
অসঙ্গতি থাকে যদি কাজে!