মৃত্যুর আগে থাকে জীবন,
তাই মৃত্যু ঘিরে থাকে হাহাকার!
কিন্তু সব জীবনের শেষে মৃত্যু থাকে না।
নজরুল তেমনি একজন- কেননা,
সে আজও অশ্রু মোছে নিপীড়িত মানুষের।
সে আজও ধর্মান্ধতার প্রতিবাদী কন্ঠস্বর।
সে আজও হাত বাড়ায়,
অসহায় মানুষের দিকে- বলে
উঠে আয়, উঠে আয়।