মন্দির, মসজিদ, গীর্জা ছাড়াও পূজা হয়-
কেননা ঈশ্বর মনে মনে, হৃদয়ের অন্তরে।
কিন্তু উৎসব তো ঘিরে থাকে আবেগে,
আগুনের মতো ছড়ায় উজ্জ্বল চারপাশে।
ঘিরে থাকে উচ্ছ্বাসে,
ভাসে বাতাসে বাতাসে।
ঘিরে থাকে উল্লাসে,
ছুঁয়ে আসে বুক আকাশের।
উঠোনে লক্ষণ রেখা, ঘরেতে খিল নিরুপায়
বাইরে নববর্ষ নাড়ছে কড়া দরজায়
বন্দী ঘরে সবাইকে,করোনা করেছে কুপোকাত
পূজা আর উৎসব এক নয়, আছে অনেক তফাৎ!