সবার ভেতরে একটা মন আছে।
একটা মন তোমার,আমার
সবার ভেতরে থাকে।
কখনো কখনো মনে হয়,
তা রহস্যে ঘেরা ঠিক আকাশের মতো!
কখনো কখনো মনে হয়,
মন বড় অবুঝ, অনেকটা ঢেউয়ের মতো!
মন তো চঞ্চল, সুনামীর মত
কখন যে কি করে বসে কে জানে?
মন দুর্বোধ্য
তাকে দুর্বোধ্য ছাড়া আর কি বলা যায়!
শুধু মন আছে তাই,
জীবনে পাওয়া কোন ব্যথা,
বুকের মধ্যে কেউ কেউ লালন করে আজীবন।
ঠিক যেমন পালন করে ভালোবাসা!