-কাল রাতে ,
স্বপ্নে এক টুকরো মেঘ হয়েছিলাম সাহারার আকাশে।
হঠাৎ ঘুম ভেঙ্গে যেতে প্রশ্ন এলো মনে -এমনটা হোল কেন?

শুনে বললাম,
এতে অবাক হওয়ার কি আছে?

তুমি না দুদিন ধরে নজরুল পড়ছ!