সব ভাষা-ভাষিদের কাছে,
তাঁদের ভাষা মায়ের মতো!
আর,
বাংলা-আমাদের মা।
সব মায়েরা তাঁদের ছেলেদের নিয়ে,
কতকিছু বলে,
অনেককিছু মায়েরা বলতেই পারে!
এই পৃথিবীতে,
একমাত্র বাংলা-মাই বলতে পারে ,
দরকারে আমার ছেলেরা-রফিক হোতে পারে।
প্রয়োজনে আমার ছেলেরা-বরকত হোতে পারে।