সোনার হরিণ ধরবো বলে
একদিন বনময় ছুটেছিলাম।
নাগালে এলেও ধরতে পারিনি!
বুঝেছিলাম মায়াবী

ছোঁব আকাশ ইচ্ছে ছিলো।
ছুঁতে গেছি বহুবার
ছোঁয়া পাইনি।
হতাশ হয়ে বুঝেছিলাম মায়াবী!

অথচ,
ধরার মাঝে তুমি
ছোঁয়ার মাঝে তুমি
কিন্তু  তোমাকেও,
প্রতিদিন নতুন করে চিনতে হয়
বুঝতে হয় নতুন করে।

বুঝে বা না বুঝে,

একবার ভাবি মায়াবীনি
আবার ভাবি মানবী!