মাটি-ই খাঁটি
পায়ের নিচে শক্ত মাটি সবার থাকে না!
সবাই নয় কিন্তু অনেকেই পায়।
অনেকের আজীবন কঠিন লড়াই
তবু থাকেনা পায়ের নিচে মাটি
অনেকে পায়ের নিচে মাটি পেয়েও
পা রাখেনা মাটিতে অহংকারে,
পা রাখে বাতাসে, হাওয়ায় ভাসে!
আমি কার?
আমি তো কারো নই!
যেতে যেতে সময় বলে-
একথা কেন যে অনেকে বোঝেনা!