বসেছে চাঁদের হাট-আকাশে।
কতরকম মিটিমিটি তারা, হাজার হাজার
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে!
কতো নতুন ছন্দে হাজারো চোখ মেলে চায়,
তাকায় উজ্জ্বল চাঁদের পানে।
হাজারো চোখ মুগ্ধ যখন তারাদের মেলায়,
সদ্য মা হারা ছেলেটি,
তখন নিস্পলক চেয়ে আকাশ পানে!
তাঁর কাছে জানতে চাই-কি দেখছিস আকাশে?
যেন ব্যস্ততার মাঝে, ছেলেটি বলল-
দেখছি না গো,
খুঁজছি !
তারাদের মাঝে-মাকে!