আয়ূষ্মান ভব বা দীর্ঘায়ু হও
আমার মা কখনও বলেনি!
তীব্র অভাবের সংসারে, অভাবে অভাবে,
টানাটানির মধ্যে অনেকের মতো আমার
মা যা হারিয়ে ছিল-তা তার মনের বিশ্বাস।
আজ ভোর রাতে, হঠাৎ আমার ঘুম ভাঙ্গে
বড় চেনা এক কন্ঠস্বরে।
শিয়রে এসে, মা যেন বলে গেল-চিরাচরিত সেই ভঙ্গিতে!
নারায়ণ, মধুসূদন ওকে রক্ষা করো,
বাঁচিয়ে রাখ ওকে।
ওর পাশে থাকো সারাক্ষণ, সবসময় বিপদে-আপদে।
আসলে,
মা আমার সেই দেবী,যে আজও জানেনা
তাঁর ক্ষমতা, তাঁর শক্তি কতদূর কতখানি?
আর আমি,আজো সামলে চলি,
এড়িয়ে যাই অশান্তি!
ভয় পাই বিপদে-আপদে।
রোগে, ভোগে, অসুখে-বিসুখে,
আজও আমি আঁতকে উঠি।
আবার, সবকিছু কেমন যেন পার হই,
নিমিষে- নিশ্চিন্তে!
বুঝতে পারিনা, কেমন করে হয় এসব, কিভাবে?
আসলে, আজও আমার দুর্যোগের পথ পার হয় মা।
পথের জটিলতা !
আমি বুঝবো কেমন করে?