মিটিং চলছে,
মাঠ ভরে আছে কানায় কানায়।
নেতা-নেত্রী বেজায় খুশি ভীড় দেখে!
অথচ,
অনেকেই জানে না-এই মিটিং কেন?

মিছিল আসছে,
এতো মানুষ একসাথে !
রাজপথ ভরে আছে মানুষে মানুষে
নেতা-নেত্রী বেজায় খুশি  ভীড় দেখে!
অথচ ,
অনেকেই জানে না- এই মিছিল কেন?

তবে এরা আসে কেন?
নাকি এদের আনা হয়!

প্রশ্ন জাগে , কি দেখিয়ে-----