শুধু তোমার জন্য,
এখনও ফুলেরা হাসে,
বাগানে বাগানে ।
শুধু তোমার জন্য,
এখনও গান ভাসে,
বাতাসে বাতাসে ।
শুধু তোমার জন্য,
বসন্ত আজও আসে ।
শুধু তোমার জন্য,
কবিতার ফেরী হয় ।
শুধু তোমার জন্য,
বিদ্রোহ চারিদিকে ।
শুধু তোমার জন্য,
কুসংস্কার সরে যায়,
দূরে যায় অন্যায়,
অবিচার পিছু হটে ।
হে মহামানব -
জাতির অহংকার,
তুমি চেতনা,
তোমার জন্য গর্বে মন ভরে ।