তসলিমাকে চোখ রাঙালে,
সে হয়তো বদলে দেবে,
দু-চার পাতা,তার্কিক পংক্তি,
কিংবা স্বীকারক্তি।
এই তো সময়!
সময়ে চেনা যায় কত কি!
মেকীলাল, তেরঙ্গা কিংবা
গেরুয়া রঙিন।
ভাবনায় সব এক, পার্থক্য বিহীন।
তোমার অন্তর্ধান, গোপন ঠিকানা,
হয়তো অজ্ঞাতবাস!
সভ্যতার পরিহাস,
লজ্জা শুধু লজ্জা দিয়ে যায়।
তসলিমা নাসরিনকে যেদিন কোলকাতা
ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেদিন একজন
বাঙালি হয়ে লজ্জা পেয়েছিলাম। কবিতাটি
সেদিন লিখেছিলাম। স্বাধীনতা দিবসে আজ
আসরে দিলাম।