খেলা হবে এক প্রেক্ষাপট!
খেলা হবে, খেলা হবে বললেই
কিন্তু খেলা শুরু হয় না- চাই খেলা মুখ
যা খুলতে হয়-

এই মুখ খুলেছিল শীতলকুচি
ঝাড়ু, হাতা, খুন্তি, লাঠি ডান্ডা নিয়ে

আর খেলার সেই চারজন ,
তাঁরা তো উলুখাগড়া
বুঝতেই পারলো না রাজার কৌশল!