এদের আকাশে সূর্য ওঠে না,
থাকে না ঝলমলে রোদ।
এদের আকাশে চাঁদ আসে না,
থাকে না জ্যোৎস্নার আলো।
শুধু মেঘ আর মেঘ,
এদের আকাশ ঢাকা থাকে, ভরা থাকে
কষ্ট, দুঃখ, হতাশা, বঞ্চনার মেঘে।
এরা থাকে খোলা আকাশের নীচে,
থাকে ফুটপাতের পাশে, খোলা রেল ষ্টেশনের কোনে।
শীত নেমেছে, জাঁকিয়ে বসেছে আর তার জেরে
হুঁ হুঁ কাঁপছে গ্ৰাম, কাঁপছে শহর।
অথচ এদের কি আছে?কিবা থাকে?
আছে ছেঁড়া কম্বল আর জীর্ণ কাঁথা।
অবাক লাগে, ভাবতে লাগে খারাপ
এরা কেমন লড়াই করে,
পাঞ্জা লড়ে,
হাঁড় কাঁপানো শীতের সাথে!
এত কষ্ট ,এদের দুঃখেরও নেই কোন ঠিকানা।