আমি তো দেখেছি
ভোট এখানে কিভাবে লুট হয়!
আর লুটেরা দিব্যি ঘোরে, হেঁটে যায়
কিন্তু কার ছায়ায়?
আমি তো দেখি
এখানে মিথ্যে কেসে জেলে থাকে প্রতিবাদী মুখ!
কিন্তু কার ইশারায়?
ইদানিং কাটমানিতে বড্ড সরব এই বাংলা!
অথচ ,কাটমানিতেও কাটমানি থাকে -
তাতে আবার বড় নীরব এই বাংলা!
এসব দেখে কষ্ট পাই। দুঃখ-ক্ষোভে
বলেই ফেলি - চুলোয় যাক
দুর্বৃত্তরাই না হয় আজ বাংলা চালাক!