ক্ষোভের কথা বলি কাকে, শোনে কে?
আমার প্রিয় সেনা তোমাদের বলি,
কেন তোমরা শত্রু শিবিরে হানা দিয়ে,
অক্ষত হয়ে ফিরে এলে?
  
ওখানে প্রমাণ স্বরূপ দুফোঁটা রক্ত না হয়
নিজেরাই নিজেদের ঝরাতে!
বড় বেদনা দিয়ে এই লেখা,

বুঝি জানো না, নাকি মানোনা?

এদেশে কড়েগোনা কিছু লোক
তোমাদের পরাক্রমেও প্রশ্ন তোলে!