মানুষ তো ভালো নেই,
অনেকে কষ্টে আছে।
মানুষ তো সুখে নেই,
অনেকে দুঃখে আছে।

প্রতিরাতে,

কেউ, চাঁদের  জ‍্যোৎস্না দেখে!

কেউ, তাকে জ্বলতে দেখে!