কেরল তো বেশ ছিল,
নিজের সুরে,আপন ছন্দে,
কেরল ছিল আনন্দে।
কোথা থেকে কি-যে হোলো
অচেনা এক বন্যা এসে,
বিশ্রীভাবে ভিজিয়ে গেল!
শেষ করতে চেয়েছিল-পারেনি
হার মানলো বন্যা,
অদম্য সাহসের কাছে।
তারিফ করি, কিভাবে ঘুরে দাঁড়ালো।
তবে,ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে
আজ সে আহত, ক্ষত-বিক্ষত!
তবে, এই ঘা সেরে যাবে,
সেরে যাবে অচিরেই।
দরকার এখন তার-শুধু শুশ্রূষা,
শুশ্রূষা ভালবাসার।
আর এই কথা ছড়িয়ে পড়ে চারপাশে,
মুখে-মুখে,কানে-কানে,
রটে গেল সারা দেশে।
এই দেশও আজব!
দেখ,
ভালবাসার শুশ্রূষা নিয়ে,
তারপাশে কিভাবে দাঁড়ালো।