কান্না কি অতটুকু,
যতটুকু আমরা দেখি!
পৃথিবীর সব কান্না আজও কিন্তু চাক্ষুষ হয়নি।

তুমি তো দুঃখ দাও,
আঘাত দিয়ে চলে যাও!
যতবার ব‍্যথা পেয়েছি,
ততবার দেয়ালকে বলেছি-একটু আড়াল করো
আমায় কান্না ঢাকার জায়গা দাও!


( আসরের প্রিয় কবি সাবলীল মনির মহাশয়ের "কান্না সমাচার" কবিতা পড়ে ও অভিভূত হয়ে আমার এই কবিতা।
আমি বিনীত হয়ে, শ্রদ্ধার সাথে তাঁকে এই কবিতা উৎসর্গ করলাম। )