আমার ভালোবাসাগুলো
হাওয়ায় ওড়াতেই,
তারায় তারায় ঝলমল করে উঠল আকাশ।
আমার ঘৃণা গুলো,
হাওয়ায় ওড়াতেই
আকাশ জুড়ে মেঘ ,
কালো থেকে কালো হয়ে গেল।
হঠাৎ,
আমার ভেতরের আমি
বলে উঠলো- সর্বনাশ!
ভালোবাসাকে পরে ওড়াতে পারলিনা?
তারাভরা কি সুন্দর
একটা আকাশকে দেখতে পেতাম!