একটি দুঃখের কবিতা আসছে-দেখেও,
জায়গা ছাড়ে একটি সুখের কবিতা,
এক ধাপ সরে!
আবার,
একটি আনন্দের কবিতা আসছে-দেখেও,
জায়গা ছাড়ে একটি বিষাদের কবিতা,
এক ধাপ সরে!

এই আসরে এসে এমনটাই দেখি বারবার!
আসলে,
সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বিষাদ,
এখানে সব একাকার!