বিশ্বাস আর ভরসার পরিধি,
আস্তে আস্তে ছোট হচ্ছে-কোটের রায় শুনে
বললো একজন।
একজন বললো আমি দেখেছি, তুমি দেখেছ
দেখলো সারা দেশ,
শুরু থেকে শেষ,
পঞ্চায়েত নির্বাচন এই বাংলায় কিভাবে হলো?
দেখলো না শুধু সুপ্রিম কোট!
একজন বললো, তাতে কোথায় তাঁর দোষ?
আইন তো ভাই চোখে দেখে না!
দিদি বলেন-এই জয় নাকি আমাদের!
একজনের আক্ষেপ -যাচ্ছি কোথায়?
এরপরে কি বাংলার লজ্জাটুকুও থাকবে না!