নদীর শুরু যেভাবে হোক,
শেষ কিন্তু সাত মোহনায়।
তবু নদীর কাছেই উত্তর খুঁজি
আবেগের শিহরণে জীবনের মানে!
কেন আসা, কেন ভাসা,
কেন জীবন নদীতে বয়ে যাওয়া প্রতিদিন এভাবে?
আমি সাগরের কাছে এসেছি বহুবার!
কিন্তু আজো আমি সাগর দেখিনি!
সাগরের জলে নেমে সারাক্ষণ খুঁজে গেছি
সমস্ত নদীদের,
যারা মিশে গেছে, হারিয়ে গেছে সাগরের জলে।
উদাস, হতাশ হয়ে শুধু ভাবি
এভাবেই হারিয়ে যাবে জীবন নদী একদিন
অথৈ জীবন সাগরে, জানিনা কখনও কি খুঁজে পাওয়া যাবে?
।